নিউজিল্যান্ডের দরকার ১২৫ রান, শঙ্কায় ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের বাচা মরার ম্যাচে মাঠে নেমেছে আফগানিস্তান। ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান। জিততে হলে নিউজিল্যান্ডের দরকার ১২৫। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে বিদায় নেবে আফগানিস্তান। সঙ্গে বিদায় ঘন্টা বাজবে ভারতেরও। গ্রুপ টু থেকে সেমিতে পা রাখবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
রোববার আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে কিইউ পেসারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। দলীয় ১৯ রানের মাথায় দলটি হারায় তিন উইকেট। মিলনের বলে প্রথম আউট হন শাহজাদ। ১১ বলে তিনি করেন ৪ রান। আরেক ওপেনার হজরতউল্লাহকে বিদায় করেন বোল্ট। ৪ বলে দুই রান করে সান্টনারের হাতে ক্যাচ দেন তিনি। এরপর সাউদির আক্রমণ। ৯ বলে ৬ রান করা রহমানুল্লাহ গুরবাজকে তিনি করেন এলবির শিকার। গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। দলীয় স্কোর পঞ্চাশ পার হলে বিদায় নেন গুলবাদিন। ১৮ বলে ১৫ রান করে সোধির বলে হন বোল্ড। তবে এরপর আফগানদের রানের চাকা একাই বাড়িয়েছেন নাজিবুল্লাহ। স্রোতের প্রতিকূল হাকাতে থাকেন চার ছক্কা। গুলবাদিনের বিদায়ের পর নাজিবুল্লাহর সঙ্গী হন মোহাম্মদ নবী। টিকে থাকার চেষ্টা করেও স্কোর বড় করতে পারেননি। দলীয় ১১৫ রানে তিনি বিদায় নেন সাউদির বলে তাকেই ক্যাচ দিয়ে। ২০ বলে কোন বাউন্ডারি ছাড়া আফগান অধিনায়ক করেন ১৪ রান। নবীর বিদায়ের পর থামেন নাজিবুল্লাহ। বোল্টের বলে নিশামের হাতে ক্যাচ দেন তিনি। যাওয়ার আগে করে যান ৪৮ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কার মার। শেষের দিকে করিম জান্নাত ভালো করতে পারেননি। দুই বলে দুই রান করে বোল্টের বলে সোধির হাতে ক্যাচ দেন তিনি। সাত বলে তিন রান করে রশিদ খান ক্যাচ দেন উইলিয়ামসনের হাতে। বল হাতে
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি, টিম সাউদি দুটি, অ্যাডাম মিলনে, জেমস নিশাম ও ইশ সোধি নেন একটি করে উইকেট।