পাইকগাছায় মসজিদ কমিটির বিরোধে হামলা ও লুটপাটের অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় মসজিদ কমিটির বিরোধে একটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানা য়ায়, দুই মাস আগে উপজেলার মটবাটী পুর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠিত হয়। যার সভাপতি লুৎফর রহমান মাল, সম্পাদক মোবারেক সরদার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান। সকলেই কমিটি মেনে নিলেও মেনে নেননি সাবেক সভাপতি আঃ আজিজ গাজী, মোস্তফা মোল্যা, মফিজ গাজী ও সোনা মোড়লরা। বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও কোন সমাধান হয়নি। তারা কোষাধ্যক্ষ মিজানুরকে মারপিট করে জুম্মার দিনে আদায় হওয়া টাকা কেড়ে নেয়। মোবারেক জানায় বুধবার রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় আজিজ গাজী, আজু মোল্যা ও মোস্তফা মোল্যার নেতৃত্বে ১৫-২০ জন লোক সম্পাদক মোবারেক সরদারের বাড়িতে হামলা চালায়। মোবারেককে বাড়ি না পেয়ে এসময় তারা ভাংচুর করে বাড়ির জিনিষপত্র, তার মায়ের মুদির দোকান, লুট করে টাকা ও মালামাল। তার ছেলে অন্তরকে আছড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ছাদ থেকে নিচে নেমে আসতে বলে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ইমাম বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসে এবং অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে আজিজ গাজী জানান, মনগড়া কমিটি গঠন করায় অনেক মুসল্লি কমিটি মেনে নিতে পারেনি। যে কারণে কারা কী ঘটিয়েছে তা আমার জানা নেই।