এবার যেভাবে হবে স্কুল ভর্তির লটারি

0

পিয়াস সরকার॥ চলতি বছরের মতো ২০২২ সালেও সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম হবে লটারিতে এই লটারি হবে সব শ্রেণির শিক্ষার্থীর অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের নেতৃত্বে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবারের এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২০০ টাকা ও সরকারিতে ১৭০ টাকা রাখা হয়েছে। যেমনটা ছিল চলতি বছরের লটারিতে। বাড়ানো হয়নি শিক্ষার্থীদের টিউশন ফিও। করোনার আগে প্রথম শ্রেণির ভর্তি হতো লটারির মাধ্যমে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির ভর্তি হতো লিখিত পরীক্ষার মাধ্যমে। আর ষষ্ঠ ও নবম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হতো পিইসি এবং জেএসসি পরীক্ষার ফলের ওপর। করোনার কারণে এ বছর নেয়া সম্ভব হয়নি পরীক্ষা। ঠিক একইভাবে ২০২২ সালেও নেয়া হবে না পরীক্ষা।
শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে লটারির মাধ্যমে। এই লটারি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে। লটারি গতবারের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেইজে ও বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতিতে করার পরিকল্পনা নেয়া হচ্ছে। লটারির ফল তাৎক্ষণিক সফটওয়্যারের মাধ্যমে মেইলে পাঠানো হবে। লটারি শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd/) থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা ফল ডাউনলোড করে জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ই-মেইল করবেন। সেই ফল স্কুলের নোটিশ বোর্ডেও সাঁটিয়ে দেয়া হবে। লটারির পর ভর্তির জন্য মানতে হবে বেশকিছু নিয়ম। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির জন্য স্কুল কমিটি সভা ডাকবেন। ভর্তি লটারির প্রক্রিয়া নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠাবে মাউশি। যাতে থাকবে বিস্তারিত প্রক্রিয়া। গতবারের মতো এবারও স্কুলগুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ করা হবে। এগুলো হবে এ, বি ও সি। তখন ভর্তিতে একজন শিক্ষার্থী পাঁচটি স্কুল পছন্দ দিতে পেরেছিলেন। এবার পছন্দের তালিকা পাঁচ থেকে বাড়ানো হতে পারে। নতুন বছরের ভর্তি নীতিমালা নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। তবে কবে থেকে আবেদন নেয়া শুরু হবে ও ভর্তির সে সময় নির্ধারণ করা হয়নি। আজ রোববার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বুধবারের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তা। তিনি আরও জানান, আজ বৈঠকের পর সিদ্ধান্তটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।