স্বামী স্ত্রীর তালাক পাল্টা তালাকের পর স্ত্রী গণপিটুনিতে আহত

0

স্টাফ রিপোর্টার ॥ স্বামী-স্ত্রীর তালাক পাল্টা তালাকের এক পর্যায়ে স্ত্রী ইয়াসমিন খাতুন (৪০) গণপিটুনিতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াসমিন খাতুন যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর কন্যা। ১৬ বছর আগে একই উপজেলার কামালপুর গ্রামের আশরাফ আলীর পুত্র শারীরিক প্রতিবন্ধী জাকির হোসেনের সাথে তার বিয়ে হয়। ইয়াসমিন জানিয়েছেন, দীর্ঘ বৈবাহিক জীবনে তারা দু’টি সন্তান লাভ করেন। এ অবস্থার স্বামী জাকির হোসেন অহেতুক তার উপর অত্যাচার নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি (ইয়াসমিন) পিত্রালয়ে চলে যান। আবার স্বামী তাকে নিয়ে যায়। ইয়াসমিন জানিয়েছেন, আড়াই বছর আগে মারপিট করার পর জাকির হোসেন তালাক দেন এবং পুনরায় বিয়ে করে ঘরে নেন। কিন্তু নির্যাতন বন্ধ না হওয়ায় গত আগস্টে ইয়াসমিন স্বামীকে তালাক দিয়ে পিত্রালয়ে আশ্রয় নেন। গত মঙ্গলবার জাকির হোসেন তালাক দেয়া ইয়াসমিনকে বিয়ের কথা বলে গ্রামে নিয়ে যান। সেখানে একটি বাড়িতে আশ্রয় নেন। বুধবার বিকেলে জাকির হোসেন ও স্বজনদের ইন্ধনে কামালপুরের ৪০/৪৫ জন নর-নারী ঐক্যবদ্ধ হয়ে ইসাসমিনকে ধরে বেদম প্রহার করে। প্রহারে ইয়াসমিন আহত হলে সেখান থেকে রাতে পিত্রালয়ে পালিয়ে যান। এরপর পিত্রালয় থেকে বৃহস্পতিবার রাতে ইয়াসমিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াসমিনের মাতা আছিয়া বেগম জানিয়েছেন, তারা তাকে শ্বশুর বাড়ি যেতে নিষেধ করেছেন। নিষেধ অমান্য করার কারণে এ ঘটনার শিকার হতে হয়েছে তাকে।