তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনিরামপুরে যুবদলের দু’দিনব্যাপী কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার যুবদলের আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভপতি এবং উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে দুইদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো দোয়া মাহফিল, এতিমখানার শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শুক্রবার কর্মসূচির শেষ দিনে ঝাঁপা ও খেদাপাড়া ইউনিয়নে একই কর্মসূচি পালিত হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ ও সদস্য সচিব সাইদুল ইসলাম।