খুলনা বিভাগে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

0

স্টাফ রিপোর্টার ॥ ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরসহ দক্ষিনাঞ্চলে ১০ জেলার সকল রুটে আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর দূরপাল্লার পরিবহন ও আন্তঃজেলা বাস মালিক এবং যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবু হাসান জানান, ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেলে গণপরিবহন চালানো সম্ভব হবে না। ডিজেলের মূল্য ৬৫টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হয়েছে বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যশোর জেলা বাস মালিক এবং ট্রাক ও ট্যাংকলরি সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, খাজুরা বাস মালিক সমিতির সভাপতি তারেক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্য ডিজেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের সকল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।