যুক্তরাষ্ট্রের তেল চুরির চেষ্টা ব্যর্থ করার দাবি ইরানের

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের তেল চুরির প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। জানা গেছে, ওমান সাগরে ইরানের একটি তেল ট্যাংকার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে তাদের সে চেষ্টা ব্যর্থ করে দেয় ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড ( আইআরজিসি)। ইরানের মেহর বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের নৌ শাখার সদস্যরা ওমান সাগর থেকে যুক্তরাষ্ট্রের তেল চুরির চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। পরে মার্কিন জাহাজটি সেখান থেকে সরে যায়। এ ঘটনার ফুটেজ দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বা বার্তা সংস্থা মেহর কেউই জানায়নি ঘটনাটি কখন ঘটেছে। তবে মেহর জানিয়েছে ঘটনাটি সাম্প্রতিক। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী ওমান সাগরে অপরিশোধিত তেলবোঝাই ইরানি ট্যাংকারটি জব্দ করে। এরপরই ইরানের আইআরজিসির নৌ শাখার সদস্যেরা ট্যাংকারটি নিয়ন্ত্রণে নিতে অভিযান শুরু করে। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণে নিয়ে ইরানের ভূখণ্ডের দিকে ফিরিয়ে আনতে সক্ষম হয় তারা। মার্কিন বাহিনী তারপরে বেশ কয়েকটি হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ট্যাংকারটি ধাওয়া করতে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়বারের মতো সেটি দখল করার প্রচেষ্টা ইরানের নৌবাহিনী ব্যর্থ করে দেয়। ট্যাংকারটি বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমায় ও আইআরজিসির নৌবাহিনীর সুরক্ষায় রয়েছে বলেও প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়।