যশোর পৌর পরিষদের সাথে সনাকের মতবিনিময়

0

সচেতন নাগরিক কমিটি (সনাক) নেতৃবৃন্দের সাথে সোমবার যশোর পৌরসভা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার।সনাক সভাপতি সুকুমার দাশ যশোর পৌরসভার মেয়র মো. হায়দার খান গণী পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মেয়র বলেন তিনি ও তার পরিষদ সচেতন নাগরিক কমিটি-যশোরসহ সকলের সহযোগিতায় একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে চান। পৌরসভার সচিব আজমল হোসেন বলেন, পৌর পার্কে দৃষ্টিনন্দন শৌচাগার স্থাপন করা হয়েছে, তরপরও কেউ বাইরে শৌচকার্য করলে সেট নি¤œ রুচির পরিচায়ক। মশা মারার জন্য উন্নত ফগার মেশিন দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। সনাক সদস্য শেখ গোলাম ফারুক বলেন পৌর পার্ক সংস্কারের দ্রুত উদ্যোগ নিতে হবে। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ বলেন, পৌরসভার বেশ কিছু প্রকল্পের কাজ আসছে, সেগুলো সম্পন্ন হলে পৌর এলাকার কোনো রাস্তা বেহাল অবস্থায় থাকবে না। সনাক সদস্য ড. মুস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়নে নাগরিকদের সেবা পেতে সহযোগিতা করা সনাকের একটি লক্ষ্য। মেয়র হায়দার খান গনী পলাশ সুপারিশগুলো গুরুত্বের সাথে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন। বিজ্ঞপ্তি