কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক তাজুল ইসলাম রোববার বেলা দেড়টায় এই রায় ঘোষণা করেন। তাছাড়া আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আজিজুল হক (৩০) জেলার কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন। আদালতের পিপি অনুপকুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৮ এপ্রিল আজিজুল তার কলেজ পড়ুয়া অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুক না দেওয়ায় নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন সকালে লাশ উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ। এ ঘটনায় নিহত জেসমিনের বাবা রওশন আলী কুষ্টিয়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আজিজুলের বিরুদ্ধে ২০১৬ সালে আদালতে অভিযোগপত্র দেয়। পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজিজুলকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে। এতে বাদী ন্যায় বিচার পেয়েছেন।