অবাধ্য মেয়েকে ত্যাজ্য ঘোষণা

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে মা-বাবার অবাধ্য জান্নাতুল ফেরদৌস নিশুকে (২১) যশোর নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্যকন্যা ঘোষণা করা হয়েছে। সূত্র জানায়, রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর গ্রামের বাবুল হোসেন (৪৫) ও মমতাজ সুলতানা রানীর (৪১) মেয়ে জান্নাতুল ফেরদৌস নিশু ঝিনাইদহ কেসি কলেজে পড়ে। তাদের মেয়ে উচ্ছৃঙ্খল জীবন-যাপন করাসহ সব সময় তাদের সাথে দুর্ব্যবহার করে। এ নিয়ে এলাকায় সামাজিকভাবে তাদের সম্মানহানি ঘটেছে। তারা তাদের মেয়েকে অনেক চেষ্টা করেও সংশোধন করতে পারেননি। মা-বাবা জানান, ওই মেয়ে তাদের বিনা অনুমতিতে যেখানে সেখানে যাতায়াত ও রাত্রীযাপন করে। যার খারাপ প্রভাব তাদের অন্য মেয়েসহ পরিবারের ওপর পড়ে। এ কারণে মেয়ে জান্নাতুল ফেরদৌস নিশুর সাথে তাদের সম্পর্ক রাখা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায়, তার মা-বাবা ৩১ অক্টোবর যশোর নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে ওই মেয়ের সাথে সব সম্পর্কের অবসান ঘটিয়ে তাকে ত্যাজ্যকন্যা ঘোষণা করেন।