দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে- বদিউল আলম মজুমদার

0

লোকসমাজ ডেস্ক॥ সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সুজন কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন- বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচন নির্বাসনে চলে গেছে। মানুষের ভোটাধিকার হরণ হয়েছে নির্বাচনের নামে দেশে প্রহসন চলছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শাহ শাহেদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার, মৌলভী বাহার জেলা সভাপতি ডা. সাদিক আহমেদ, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মো. আব্দুর রকিব, ব্রাহ্মণ বাড়িয়া জেলা সমন্বয়কারী শামীম আহমেদ, রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ। প্রতিনিধি সভায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিভিন্ন উপজেলা সুজনের নেতারা বক্তব্য রাখেন।