কমিউনিটি পুলিশিং ডে পালিত বিভিন্ন্ স্থানে

0

লোকসমাজ ডেস্ক॥ গতকাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে গতকাল শনিবার। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা ও সম্প্রীতি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে পালিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান।
যশোর : জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশিং কমিটির উপদেষ্টা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমীন প্রমুখ। সভায় পুলিশ সুপার বলেন, ‘কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা গ্রামাঞ্চলের অপরাধের তথ্য পাই এবং আইন প্রয়োগ করতে পারি। দিন দিন এ সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। সাধারণ মানুষকে আমাদের মেসেজ একটাই অপরাধী কোনো দলের হয় না, ফলে অপরাধ করে কেউ পার পাবে না। এজন্য পুলিশের সাথে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, কেশবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কেশবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম. রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক গৌতম রায়,কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল প্রমুখ।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সকালে ফুলতলা থানা পুলিশের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন থানা পুলিশের ওসি মো. ইলিয়াস তালুকদার, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, মো. আবুল কাশেম, আমিনুল ইসলাম বিশ^াস, দলিল উদ্দিন মোল্যা, মো. সেকেন্দার আলী, এসআই সুশান্ত কুমার পাল, আমিতাব সন্যাসী, কাজী মুজাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, জাকির হোসেন, আসাদুজ্জামান, জিএম তানভীর প্রমুখ।


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২১ পালিত হয়েছে। এদিন কবুতর ওড়ানো ও র‌্যালি শেষে সকালে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা পুলিশিং ফোরামের সম্পাদক লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক প্রমুখ।


তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সাতক্ষীরার তালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে তালা থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা থানার সামনে গিয়ে শেষ হয়। এরপর থানা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা থানা পুলিশের ওসি আবু জিহাদ ফখরুল আলম খান। বক্তব্য রাখেন তালা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল কালাম আজা, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাশ বাপী প্রমুখ।


স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে প্রথমে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর অভয়নগর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অভয়নগর থানা পুলিশের ওসি একেএম শামীম হাসানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (খ-সার্কেল) মুকিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিজানুর রহমান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আহমেদ খান, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মো. তালিম হোসেন, মো. মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন প্রমুখ। সভা পরিচালনা করেন, অভয়নগর থানা পুলিশের এসআই উজ্জল হোসেন।
বাগেরহাট সংবাদদাতা জানান, কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যৌথ আয়োজনে শনিবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ হাসান, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানা পুলিশের ওসি কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু প্রমুখ।