২৬তম বর্ষে পদাপর্ণ অনুষ্ঠানে জনতার ঢল: শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হলেন দৈনিক লোকসমাজ পরিবার

0

স্টাফ রিপোর্টার ॥ ২৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠক শুভাকাক্সক্ষীদের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হলেন দৈনিক লোকসমাজ পরিবার। দীর্ঘ ২৫ বছর নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত প্রতিহত করে গতকাল শনিবার ২৬ বছরে পা রেখেছে পত্রিকাটি। দিনটি উপলক্ষে লোকসমাজ পরিবার নানা কর্মসূচি পালন করে। সর্বস্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সকালে কারবালা কবরস্থানে পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলনে ও শেষ পর্বে প্রকাশকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদআছর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে ঢল নামে মানুষের। নির্ধারিত সময়ের আগেই ক্লাবের প্রথম ও দ্বিতীয়তলায় তিল ধারণের ঠাঁই ছিল না। সন্ধ্যা নাগাদ জনস্রোত অব্যাহত ছিল।

প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদ, রাজনৈতিক তিনটি সাংবাদিক ইউনিয়ন, ফটো, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সংবাদপত্র হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন এবং লোকসমাজ পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যাপক নার্গিস বেগম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।


নতুন বছরে পদাপর্ণের শুভদিনে যারা শুভেচ্ছার ডালি নিয়ে হাজির হন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জাফর সাদিক, অ্যাড. মোহাম্মদ ইসহক, মোহাম্মদ মুছা, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহবুব আলম বাচ্চু, যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একমরা-উদ-দ্দৌলা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. দেবাশীষ দাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকু, চিন্ময় সাহা, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি বেলায়েত হোসেন, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আজম, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেরা নাজমুল মুন্নি, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ূর রহমান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আহসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বাঘারপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মনা বিশ্বাস, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।