যশোরের পল্লীতে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি খুন, আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিতাই পাল (৫৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। গত শুক্রবার বিকেলে তার ওপর হামলা হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে ৪ জনকে আটক করেছে।
নিহত নিতাই পাল কচুয়া রায়মানিক গ্রামের মৃত হরিপদ পালের ছেলে। স্ত্রী জয়ন্তী রানী জানান, তাদের বাড়ির পাশে দেবর গৌরাঙ্গ পালের জমিতে থাকা দুটি কাগজী লেবুগাছ শুক্রবার বিকেলে একই এলাকার রতন পালের ছেলে সুখদেব পাল কেটে ফেলেন। পরে এ বিষয়টি জানতে পেরে গৌরাঙ্গ প্রতিবাদ করেন। ফলে এ নিয়ে সুখদেবের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় তার স্বামী নিতাই ঘটনাস্থলে ছুটে যান। তিনি লেবুগাছ কাটার পাল্টা হিসেবে গৌরাঙ্গকে তার জমি সংলগ্ন সুখদেবের আইল থেকে কচাগাছ কেটে ফেলতে বলেন। এ কথা শুনে গৌরাঙ্গ কয়েকটি কচাগাছ কেটেও ফেলেন। এ ঘটনার পর নিতাই কিছুদূরে ইদ্রিসের দোকানে চা খেতে যাওয়ার সময় পথে স্থানীয় একটি ব্রিজের উপর পৌঁছালে সুখদেব সেখানে গিয়ে তাকে মারধর করেন। এ অবস্থায় নিতাই চিৎকার করতে করতে বাড়ির দিকে ছুটতে থাকেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ফের সুখদেবসহ রতন, গনেশ, সঞ্জয়, প্রদীপসহ আরো কয়েকজন শাবল ও লাঠিসোটা নিয়ে এসে তাকে মারধর করেন। এ সময় পিতাকে রক্ষা করতে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয় নিতাইয়ের মেয়ে নবম শ্রেণির ছাত্রী চন্দনা পাল। পরে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিতাই পালের মৃত্যু হয়। তবে তার মেয়ে চন্দনা পাল সুস্থ হয়ে উঠছে। যোগাযোগ করা হলে সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মোর্তুজা জানান, গাছ কাটাকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যার সাথে জড়িত অভিযোগে ৪ জনকে আটক করেছে। পুলিশের একটি সূত্র জানায়, আটক ৪ জন হচ্ছে-রতন পাল, প্রদীপ পাল, গনেশ পাল ও তার ছেলে সঞ্জয় পাল। এর মধ্যে গনেশ ও সঞ্জয়কে শনিবার দুপুরে হাসপাতাল চত্বর থেকে এবং প্রদীপ ও রতনকে গ্রাম থেকে আটক করা হয়। কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই আনছারুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন এজাহার দাখিল হয়নি।