পুত্রবধূর প্রতারণা শ্বশুরের মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ পুত্রবধূ ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গত বৃহস্পতিবার যশোরে আদালতে মামলা করেছেন নজরুল শেখ নামে এক ব্যক্তি। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রহমান অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অভয়নগর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বখতিয়ার রহমানের মেয়ে মোছা. সুরাইয়ার রহমান টুকটুকি ও রাকিবুল ইসলাম।
অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা নজরুল শেখের অভিযোগ, আসামি টুকটুকি তার পুত্রবধূ। ২০২০ সালের ১০ আগস্ট তার ছেলে রাসেল শেখের ছেলে টুকটুকির বিয়ে হয়। বিয়ের পর হতে টুকটুকি শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। তার ছেলে রাসেল শেখ চাকরিজনিত কারণে ঢাকা শহরে থাকেন। এরই মধ্যে পুত্রবধূর পিতা বখতিয়ার রহমান তার কাছ থেকে ৩ লাখ টাকা ধার হিসেবে নেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ধারের টাকা পরিশোধ না করায় উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। গত ১৫ অক্টোবর সকালে টুকটুকির ভাই রাকিবুল ইসলাম বোনের বাড়িতে বেড়াতে আসেন। বিষয়টি জানতে পেরে তাকে আপ্যায়ন করার জন্য কেনাকাটা করতে নজরুল শেখ স্থানীয় বাজারে যান। তিনি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং পৌনে ২ লাখ টাকা মূল্যের সোনার গহনা নিয়ে টুকটুকি তার ভাই রাকিবুল ইসলামের মোটরসাইকেলে চড়ে পিত্রালয়ে চলে যান। এ সময় তারা স্থানীয় লোকজনকে জানান যে, তার পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে মোবাইল ফোনে খবর পেয়েছেন। এ কারণে পিত্রালয়ে যাচ্ছেন। পরে বাজার করে বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন নজরুল শেখ। এরপর তিনি মোবাইল ফোনে যোগাযোগ করলে পুত্রবধূ তাকে বলেন যে, তারা টাকা ও সোনার অলঙ্কার নিয়ে পিত্রালয়ে চলে গেছেন। টুকটুকি শ্বশুরকে আরো বলেন, তিনি তার ছেলের সাথে সংসার করবেন না, টাকা ও সোনার অলঙ্কার ফেরতও দিবেন না। এ কারণে আদালতের আশ্রয় নিয়েছেন নজরুল শেখ।