ঝিকরগাছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গিয়াস উদ্দিন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসন্ন মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক) এ কে এম গিয়াস উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। একই সাথে তিনি আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত (নৌকা প্রতীক) আব্দুর রাজ্জাককে সমর্থন দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। কিন্তু সেদিন তিনি গুরুতর অসুস্থ থাকায় তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। ফলে ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দে নির্বাচন কমিশন থেকে তাকে আনারস প্রতীক দেয়া হয়। কোন চাপে প্রার্থিতা প্রত্যাহার করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি দলের সিদ্ধান্তের প্রতি আস্তা রেখে এবং তার ভাই যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিনের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে গেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউন্সিলর সাইফুল আলম সুজন, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক প্রমুখ।