ইউপি নির্বাচন : পাইকগাছার হরিঢালীতে প্রচার প্রচারণা তুঙ্গে

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পাইকগাছার ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৬৩ সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী ৯ টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের মধ্যে ৪ টি কেন্দ্র খুবই ঝুকিপূর্ণ বলছেন।
উপজেলার হরিঢালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তার মৃত্যুতে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন স্থগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। সব ঠিকঠাক থাকলে আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান,১২ জন সংরক্ষিত ও ৪৮ জন সাধারণ সদস্য প্রার্থী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে ২২ হাজার ৫ শতাধিক ভোটার ৯ টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহমেদ বলেন। আওয়ামিলীগ প্রার্থী শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু সভা সমাবেশ করলেও স্বতন্ত্র প্রাথী আবু জাফর সিদ্দিকি রাজু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জিএম বাবলুর এখনও কোন সভা সমাবেশ চোখে পড়েনি। তবে কয়েকজন সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় ভোট সুষ্ঠু হলে বর্তমান চেয়ারম্যান রাজুর জয়ের সম্ভাবনা বেশী। ভোটার আবু তালেব জানান, রাজুর পিতা রফিক সরদার দীর্ঘ ৩৫ বছরের অধিক সময় এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবা করেছেন।তার মৃত্যুতে তার ছেলে রাজু পর পর দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হবেন। বাচ্চু বলেন ভোট অবাধ ও সুষ্ঠু হবে।এক্ষেত্রে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। রাজু বলেন, উত্তর ও দক্ষিণ সোনাতনকাটি, নোয়াকাটি ও রামনাথপুর কেন্দ্র খুবই ঝুকিপূর্ণ। বহিরাগতরা এসে এলাকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের দিন তারা ভোট কেন্দ্র দখল ও জালভোট দেয়ার পরিকল্পনা করছে বলে তার কাছে খবর আছে। ওসি জিয়াউর রহমান বলেন, এলাকায় সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় আছে। নির্বাচনের সময়ও এমনটি থাকবে।কেউ কেন প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্ঠি করার অপতৎপরতা করলে তা কঠোর হস্থে দমন করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,নির্বাচন সুষ্ঠু হবে।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই এবং সেটা করতে দেয়া হবে না।