‘ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান’র অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর ঝাড়ু মিছিল

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানের অত্যাচারে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামে ঝাড়ু মিছিল করা হয়। জানা যায়, বারফা গ্রামের মো. শামসুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে নারীরা। এ ঘটনায় সোমবার সকালে ওই উপজেলার বারফা গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আশরাফুল ইসলাম খোকন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকৃতপক্ষে শামছুর রহমান এলাকায় একজন চিহ্নিত ঠান্ডা মাথার প্রতারক ও মামলাবাজ। তার প্রতারণার শিকার গ্রামের অধিকাংশ মানুষ। সম্প্রতি সরকারি রাস্তার জায়গায় তিনি অবৈধভাবে ঘর করেছেন এর প্রতিবাদ করায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টাসহ আমার জীবননাশের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে, প্রতারক শামছুর রহমানের বাবা কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। যা বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, ইউনিয়ন ও থানা মুক্তিযোদ্ধাদের কাছে জানলে বুঝবেন যে তিনি কত বড় প্রতারক। ভুয়া তথ্য দিয়ে তাদেরও যেমন হয়রানি করছে। তেমনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরও ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি বলেন, তার মামলাবাজির হাত থেকে রক্ষা পায়নি গ্রামের হতদরিদ্র আব্দুল আজিজ বিশ্বাসও। এ ছাড়া গ্রামের আমার নাম ছাড়াও হযরত মণ্ডল, তার আপন চাচাতো ভাই নজরুল বিশ্বাসের নামে ৪ থেকে ৫টি, ইকবাল মণ্ডল, নজরুল মণ্ডলসহ আরও অনেক নিরীহ মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে লাগাতারভাবে হয়রানি করছে। এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।