মানবপাচার প্রতিরোধে: ঝিকরগাছায় ইউনিয়ন পর্যায়ে সিটিসির মাসিক সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মানবপাচার প্রতিরোধে এনজিও ব্র্যাকের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সিটিসির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝিকরগাছাসদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন। অনুষ্ঠানে আলোচনা করেন, ব্র্যাকের এইচ,আর,এল,এস অফিসার মাইফুনেছা, কাজী অধ্যাপক ইদ্রিস আলী, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, মল্লিকপুর কপোতাক্ষ-গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কওছার উদ্দিন ফারুকী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, খালেদুর রহমান উজ্জল, আয়ুব হোসেন, আব্দুল হাই, জাকির হোসেন, রুহুল আমীন, ইব্রাহিম খলিল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিরামনি আক্তার, রওফুনেছা, লিপি খাতুন, উপ-সহকারী কৃষি অফিসার হাসানুজ্জামান পরাগসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ।