বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারালেই তা হবে ‘অঘটন’: কাইফ

0

লোকসমাজ ডেস্ক॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রত্যেকবারই জয়ী দলের নাম ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সংখ্যাটাকে নিশ্চয়ই এবার ৬-০ করতে চাইবে। তবে পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে সেটা হবে অঘটন, তেমনটাই দাবি করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ২৪ অক্টোবর দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচ নিয়ে জি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন কাইফ। তিনি বলেন, ‘যদি পাকিস্তান এবার ভারতকে হারাতে পারে, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুবই অবাক হব। কারণ পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভারতের মতো এত শক্তিশালী নয়৷ টি-টোয়েন্টিতে যে কোনো কিছুই হতে পারে, তবে যদি আমরা ভারতীয় দলের ক্রিকেটারদের নামগুলো দেখি, তাদের সাম্প্রতিক ফর্ম, তারা যেভাবে চাপ সামলে খেলতে পারে, তাতে এই দলটাকে পুরোপুরি প্রস্তুত বলা যায়।’ কাগজে কলমের রেকর্ডে ভারত এগিয়ে থাকলেও তিনি এসব রেকর্ড নিয়ে এত ভাবছেন না, ‘বিশ্বকাপে ভারত সবসময় পাকিস্তানের ওপর কর্তৃত্ব চালাচ্ছে। যাই হোক, এসব রেকর্ড নিয়ে আমি অথবা ভারতীয় দল কেউ এতটা মাথা ঘামাই না। মাঠের খেলায় কি হবে তা মাঠেই দেখা যাবে।’ ভারতীয় সাবেক এই ব্যাটসম্যান আরও যোগ করেন, ‘ভারত এবার অনেকটা এগিয়ে থাকবে, কারণ তারা দু’মাস ধরে দুবাইয়ে আছে এবং এই পরিবেশের সাথে তারা মানিয়ে নিয়েছে৷ বিরাটের নেতৃত্বে ভারতীয় দল তাদের পরিকল্পনা কার্যকর করতে প্রস্তুত। আর মহেন্দ্র সিং ধোনি তো মেন্টর হিসেবে আছেই।’