যশোরে করোনায় একজনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ করোনায় গতকাল নতুন কেউ শনাক্ত হয়নি। তবে কাকলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। মৃত কাকলী বেগম শহরের মুড়লি এলাকার সোবরাব হোসেনের স্ত্রী। যশোর সিভিল সার্জন অফিসের কোভিড ১৯ প্রতিবেদনে জানা গেছে, এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন যাবত আক্রান্ত সংখ্যা শূন্য রয়েছে। গতকাল পর্যন্ত আক্রান্ত ২১ হাজার ৬শ’ ৯৮ জন বহাল রয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থতা লাভ করেছেন। মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ১শ’ ৩৪ জন।
প্রতিবেদনে জানানো হয় মৃত ৫শ’ ৩ জনের মধ্যে যশোর সদরে রয়েছে ৩শ’ ৭ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের মৃত্যু হয়। অভয়নগরে ২২ জন মারা গেছেন। বাঘারপাড়ায় মারা গেছেন ২৩ জন। অনুরূপ চৌগাছায় ৩১ জন, ঝিকরগাছায় ৩৭ জন, শার্শায় ২৯ জন, কেশবপুর ও মনিরামপুর উপজেলায় ২৭ জন করে ৫৪ জন করোনায় মারা গেছে। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য যাচ্ছে কয়েকদিন, তবে মৃত্যুর সংখ্যা সবদিন শূন্য নেই।