যশোরে বয়সভিত্তিক ক্রিকেট দল গঠনে রিপোর্ট করতে হবে আগামীকাল

0

ক্রিকেটের অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বছর বয়স ভিত্তিক যশোর জেলা দল গঠন করা হবে। এ লক্ষ্যে আগামীকাল শনিবার যশোরে বসবাসরত আগ্রহী খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বাছাই পর্ব আয়োজন করেছে।
আগামীকাল সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে উপস্থিত হয়ে শিশু বিশ্বাস ও আজিমুল হকের নিকট আগ্রহীদের রিপোর্ট করতে হবে বলে জানানো হয়েছে। আগ্রহী খেলোয়াড়দেরকে ২ কপি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি, বিভিন্ন পরীক্ষার পাসের সনদ পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্কুলের রেজিস্ট্রেশন ফরমের মূল ফটোকপি সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তি।