ধুুলাবালি থেকে রক্ষা পেতে সড়ক অবরোধ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ রাস্তা সংস্কার করতে গিয়ে মাসের পর মাস ফেলে রাখার কারণে ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী ফুঁসে উঠেছেন। সোমবার তারা বিপর্যস্ত জনজীবন থেকে বাঁচার আকুতি জানিয়ে রাস্তায় নেমে আসেন। সকালে এলাকাবাসী জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজারে সড়ক অবরোধ করেন। রাস্তায় পানি ছিটানোসহ দ্রুত রাস্তা মেরামতের দাবিতে তারা সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেন । ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন সড়ক অবরোধকারিরা। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পানির গাড়ির চালককে মারধর করা হয়। তাকে বেধড়ক মারপিট করা হয়েছে বলে সওজের এক কর্মকর্তা জানান। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হস্তেেপ জনতা অবরোধ প্রত্যাহার করে নেন।
ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান জানান, সড়কে ধুলাবালি উড়তে থাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেেিত তা প্রত্যাহার করে নেন। স্থানীয়রা জানান, শৈলকুপার ভাটই বাজার ও গাড়াগঞ্জ বাজারে প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের নামে ফেলে রাখা হয়েছে। ফলে ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার গণমাধ্যম কর্মীদের জানান, মহাসড়কের আশপাশে ডোবা, জলাশয় না থাকায় পানি দিতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, ’এখন থেকে বিশেষ ব্যবস্থায় নিয়মিত পানি দেয়ার চেষ্টা করা হবে’। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাবিবুল আলম সম্পদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি সিরিভ করেননি।