পাক জলসীমায় ভারতীয় সাবমেরিন

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছে ভারতীয় সাবমেরিন। তা সনাক্ত হয়েছে পাকিস্তানি রাডারে। গত শনিবার ওই ভারতীয় সাবমেরিনকে প্রতিহতও করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান আইএসপিআর। এ জন্য পাকিস্তান নৌবাহিনীকে পেশাদারিত্ব ও নিরবিচ্ছিন্নভাবে সতর্ক থাকতে হয়েছিল বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এ নিয়ে তৃতীয় বারের মতো ভারতীয় সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে। পাকিস্তানের প্যাট্রল বিমান প্রথম থেকেই এই সাবমেরিনগুলোকে অনুসরণ করছিল। এর মধ্য দিয়ে ভারত তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০১৯ সালের মার্চেও নিজেদের জলসীমায় ভারতীয় সাবমেরিন সনাক্ত করেছিল পাকিস্তান। সেসময় পাকিস্তান নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, ভারতীয় সাবমেরিন হটিয়ে দিতে পাকিস্তান বিশেষ কৌশল ব্যবহার করে থাকে। ২০১৬ সালেও একবার পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে ভারতীয় সাবমেরিন। সনাক্ত হওয়া বাদেও ভারতীয় সাবমেরিন পাক জলসীমায় আরও প্রবেশ করেছে কিনা তা নিয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানা যায়না।