অসাম্প্রদায়িকতা নিয়ে আপস চলবে না: ইনু

0

লোকসমাজ ডেস্ক॥ জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, হিন্দুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা ও অসাম্প্রদায়িকতা বজায় রাখার প্রশ্নে কোনও ধরনের আপস বা দর কষাকষি চলবে না। তিনি বলেন, ‘যেকোনও মূল্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ ঢাকা মহানগর জাসদের উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে জিপিও’র সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পুজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা এবং রাজনৈতিক অশান্তি-অস্থিতিশীলতা-সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারার’ প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। হাসানুল হক ইনু বলেন, ‘হিন্দুদের ওপর হামলার উছিলা তৈরির জন্য যারা মণ্ডপে কোরআন রেখেছিল, তারাই কোরআনের অবমাননা করেছে। কোরআনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার, কোরআনকে হিন্দুদের ওপরে হামলার উছিলা হিসেবে ব্যবহার করাই কোরআনের সবচেয়ে বড় অবমাননা।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সামান্যতম শৈথিল্য না দেখিয়ে কঠোর হস্তে হিন্দুদের ওপর হামলাকারীদের দমন করতে হবে। যেকোনও মূল্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
ইনু বলেন, ‘যারা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি-শান্তি সহ্য করছে না, তারাই সুপরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অশান্তি তৈরির জন্য হিন্দুদের ওপরে হামলা করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা করছে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন— দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।’