পাইকগাছায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ভবনের দোতলা থেকে পড়ে সবুজ সরদার (৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাজান সরদারের ছেলে। রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর নতুন ভবনে পানির লাইনের সংযোগ দিতে আসেন মিস্ত্রি সবুজ। দোতলায় কাজ করার সময় হঠাৎ কার্নিস ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সবুজ সরদার। সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও থানার ওসি জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।