চৌধুরী শহিদুল ইসলাম নয়নের মৃত্যুবার্ষিকী পালন অভয়নগরে

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে অভয়নগরে। এ উপলক্ষে রোববার বিকেলে অভয়নগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুবদল যশোর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান জনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম আখতার কোরাইশী পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদল নেতা আলমগীর হোসেন, শাহ জালাল, আলামিন সরদার, মোস্তাক আহমেদ, রিপন শেখ, তবিবুর রহমান, মাসুম, রাকিবুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সোহেল মুন্না, স্বেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন, স¤্রাট হোসেন, মো. রেজওয়ান, ছাত্রদল নেতা মারুফ মোল্যা, নয়ন হোসেন, রুবেল হোসেন, জুয়েল মামুন, মো. আরশাদুল, সাব্বির, মো. আকাশ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।