পবিত্র ঈদে মিলাদুন্নবী ২০ অক্টোবর

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ফলে হিসাব অনুযায়ী আগামী ২০ অক্টোবর (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। মানবতার মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হজরত মুহাম্মদ সা. ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি পরলোকগমন করেন। তার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে যথাযথ ধর্মীয় মার্যাদার সাথে দেশে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী।