করোনায় সাত মাসে সর্বনিম্ন ১২ মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৭ মার্চ এর চেয়ে কম ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ২২ হাজার নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২.৯৭ শতাংশ। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে। গত এক দিনে মারা যাওয়া ১২ জনকে নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে।