নিত্যপণ্যের দাম কমানোর দাবি গণফোরামের

0

লোকসমাজ ডেস্ক॥ অনতিবিলম্বে পেঁয়াজ, চাল, ডাল, তেল, চিনি, ডিম ও এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন গণফোরামের একাংশের নেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বগতিতে জনভোগান্তির প্রতিবাদে বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এ দাবি জানান তারা। এতে সভাপতিত্ব করেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সভাপতির বক্তব্যে মন্টু বলেন, পেঁয়াজ, চাল, ডাল, তেল, চিনি, ডিম, এলপিজি গ্যাসসহ সব নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। কোনো নিয়ন্ত্রণ নেই। উদাসীন সরকারের হাতে গড়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজারব্যবস্থা। জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সব দ্রব্যাদি। অনতিবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। স্থায়ী পরিষদের সদস্য রওশন ইয়াজদানীর সঞ্চালনায় কর্মসূচিতে গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মোহসীন রশিদ, স্থায়ী পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, আইয়ুব খান ফারুক, হাবিবুর রহমান ভুলু, মুহাম্মদ উল্লাহ মধু, মো. হামিদ মিয়া, এরফান উদ্দিন আন্টু, জজ মিয়া, কামাল উদ্দিন সুমনসহ গণফোরাম, যুব গণফোরাম ও ঐক্যবদ্ধ ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।