খুলনায় আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে খুলনায় পিস প্রেসার গ্রুপ (পেভ) খালিশপুর কমিটির উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পিপলস্ গোলচত্বরে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়। কর্মসূুচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সহিংসতার সংস্কৃতি পরিহার করে আমরা শান্তির পথে চলতে চাই। একটি পরিবারের কাছে হত্যার চেয়ে গুম অনেক বেশি বেদনাদায়ক। এ সময় গুম, খুন ও সহিংসতা পরিহার করে বসবাসযোগ্য দেশ গঠনের আহবান জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা.সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। সাংবাদিক খলিলুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান। বক্তব্য রাখেন এস এম মাহবুবুর রহমান, জেসমিন সুলতানা, মনির চৌধুরী সোহেল, কাজী নিয়ামুল হক মিঠু, মাহবুবুল হক, তাহেরুল আলম চৌধুরী, আসিফ ইকবাল, সফিকুল ইসলাম অভি, ইলা রহমান, জাহিদুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম, সাজেদা বেগম, রুহুল আমিন মোল্যা, কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক প্রমুখ।