ভারতে সরকারি ছুটিতে ইলিশ রফতানি ছাড়া বাণিজ্য বন্ধ ছিল বেনাপোল বন্দরে

0

বেনাপোল সংবাদদাতা॥ বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল শনিবার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ ছিল। মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় এ অবস্থা হয়। আমদানি রফতানি বন্ধ থাকায় দু দেশের বর্ন্দ এলকায় আটকা পড়ে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানীমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল। তবে শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ রফতানী স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারতে মহত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিক উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ রফতানি হচ্ছে ভারতে । তবে বেনাপোল বন্দরের লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান জানান, দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে।