নিখোঁজ ৩ শিক্ষার্থীর সন্ধানে একাধিক সংস্থা মাঠে

0

লোকসমাজ ডেস্ক॥ পল্লবী থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া কলেজ পড়ুয়া তিন শিক্ষার্থীর খোঁজে পুলিশের সঙ্গে সরকারের একাধিক সংস্থা মাঠে নেমেছে। ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পরিবার অভিযোগ দেওয়ার পর থানা পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), এলিট ফোর্স র‌্যাব পৃথকভাবে তাদের অবস্থান নিশ্চিত করতে কাজ করছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই তিন শিক্ষার্থীর খোঁজ পেতে আমরা কাজ করছি। এজন্য প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমেও তদন্ত চলছে। আশা করছি শিগগিরই তাদের খোঁজ পাওয়া যাবে।’ ভুক্তভোগীদের স্বজন ও সন্দেহভাজনদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে প্রযুক্তি ব‌্যবহার করে তারা কোথায়, কোন অবস্থায় আছে তা জানার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে তাদের সহপাঠীদের সঙ্গেও আলাপ-আলোচনা করে তথ্য নেওয়ার কাজ করছে সংস্থাগুলো।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তারা যেসব তথ্য দিয়েছে তাতে ওই তিন শিক্ষার্থীর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ওই শিক্ষার্থীদের সঙ্গে তাদের পরিচয় থাকলেও তাদের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জনিয়েছে তারা। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের থানা হেফাজতে রেখে তথ্য নেওয়ার চেষ্টা করছে পুলিশ। এর আগে নিখোঁজ হওয়া নিসার মা মাহমুদা আক্তার বলেন, ‘আমার মেয়ে ও তার দুই বান্ধবীকে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরছাড়া করেছে একটি নারী পাচারচক্র।’ ওই তিন শিক্ষার্থী হলো- মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসা, পল্লবী ডিগ্রী কলেজের শিক্ষার্থী কানিজ ফাতেমা ও দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী স্নেহা আক্তার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তারা কলেজ ড্রেস পরে নিজ নিজ বাসা থেকে বের হয়। সেসময় তারা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।