দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন দুবির্ষহ হয়ে উঠছে : ডা: ইরান

0

লোকসমাজ ডেস্ক॥ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনজীবন দুবির্ষহ হয়ে উঠছে। ১০ টাকা চাল খাওয়ানোর মিথ্যা শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে ১২ বছরেও জনদুর্ভোগ নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, সরকারদলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত সরকারদলীয় লোকজন। ফলে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি আগামী ২২ অক্টোবর শুক্রবার লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহ্বান জানান।
শুক্রবার বিকেল ৫টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম, মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, যুবমিশন সদস্য সচিব মো: শওকত চৌধুরী, ছাত্রমিশন সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।