আসাদের সাথে স্বাভাবিক সম্পর্ক চাইছে না যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের সাথে কোনো ধরনের স্বাভাবিক কূটনীতিক রাখতে চায় না যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সিরিয়ার সাথে একটি স্বাভাবিক ও উন্নত সম্পর্ক রাখাার বিষয়েও আগ্রহী নয় মার্কিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। সিরিয়ার সাথে মার্কিন কর্তৃপক্ষ কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক রাখতে না চাইলেও অন্য কাউকে একই ধরনের কাজে উদ্বুদ্ধ করেনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে মার্কিন কর্তৃপক্ষ সিরিয়ার ব্যাপারে এ সকল বিষয় নিশ্চিত করে। ওই প্রশ্নে, রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছিল যে জর্ডান ও সিরিয়ার মধ্যে বর্তমানে যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুন:প্রতিষ্ঠিত হয়েছে তার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সমর্থন ও উৎসাহ আছে কিনা। কারণ বৃহস্পতিবার দেখা গেছে যে জর্ডান তার প্রধান সীমান্ত এলাকা সিরিয়ার জন্য খুলে দিয়েছে। যদিও এ বিষয়ে বলা হচ্ছে যে দু’দেশের বিধ্বস্ত অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য সীমান্ত খুলে দেয়া হয়েছে। এখন এ বিষয়টি নিশ্চিত হয়েছে যে আরব দেশগুলো আবারো সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। যদিও কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের সময়ও তারা সিরিয়ার সাথে এমন সম্পর্ক চাইত না। জর্ডানের শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার পরেও এমন সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে মার্কিন কর্তৃপক্ষকে লেবাননের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে করে সিরিয়ার ওপর থেকে অবরোধ শিথিল করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র মিসর তাদের প্রাকৃতিক গ্যাস সিরিয়ার ভিতর দিয়ে লেবাননে সরবরাহ করছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর