মহেশপুরে গাঁজা গাছসহ আটক ১

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে গাঁজা গাছসহ জয়নাল হোসেন(৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা থেকে তাকে আটক করা হয়। মহেশপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির ইনচার্জ রাশেদুল আলম পাতিবিলা গ্রামে অভিযান চালিয়ে কাশেম আলীর ছেলে জয়নাল হোসেনকে আটক করেন। এ সময় আটক ব্যক্তির বসতঘরের পাশ থেকে একটি গাঁজা গাছ জব্দ করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মামলা দিয়ে আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।