যশোরে পিতাকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় হামীম রেজা নামে এক কলেজছাত্র ছুরিকাহত হয়েছেন। পিতাকে শ্রমিক নেতার ভাইয়ের মারধর থেকে রক্ষা করতে গিয়ে তিনি ছুরিকাহত হন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। আহত হামীম অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য এহিয়া সিকদারের ছেলে। ছুরিকাহত হামীম রেজা জানিয়েছেন, বিকেল পৌঁনে ৪টার দিকে তার পিতা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য এহিয়া সিকদার রিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু’র ভাইয়ের ইজিবাইকটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। এহিয়া শিকদার ইজিবাইক সরাতে বলেন। কিন্তু বাইক না সরিয়ে চালক এহিয়া সিকদারের সাথে তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে এহিয়া খানকে ওই ইজিবাইক চালক মারধর করতে থাকেন। হামীম রেজা জানিয়েছেন, এ সময় তিনি ও তার ভাই মিনহাজুল ইসলাম হিম দু’জনে পিতাকে রক্ষা করতে যান। তখন সেলিম রেজার সমর্থক নয়ন নামে এক যুবক হামীম রেজার উরুতে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হামীম রেজা যশোর সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।