পাইকগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় অনিতা সরদার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের অসিত সরদারের তৃতীয় স্ত্রী। মঙ্গলবার সকালে বসতঘরে আড়ায় গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের মা পুষ্প ঢালী জানান, তার মেয়েকে অসিত মারপিট করে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ওসি এজাজ শফী জানান, ঘটনাটি রহস্যজনক। লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এ ব্যাপারে হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। ইতোপূর্বে তার দুইজন স্ত্রী একইভাবে মারা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।