অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ঝিকরগাছায় বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ঝিকরগাছা বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার সকল মাধ্যমিক স্কুলের অংশ গ্রহনে গত ২৮ সেপ্টেম্বর প্রথম রাউন্ডে ১০০ প্রশ্নের ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা গুগল মিটের মাধ্যে ৮টি স্কুলকে বাছাই করা হয়। বৃহস্পতিবার দুপুরে উক্ত ৮টি স্কুলের শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাবে সরাসরি বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিচারক মন্ডলী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ ও সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেনের উপস্থিতিতে ফাইনাল রাউন্ডে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিএম হাইস্কুলের ১০ম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইম্মে আফসানা রচনা, তাফরিহা নুসরাত মৃত্তিকা ও জান্নাতুল ফেরদৌস নাদিয়া জুটি প্রথম স্থান অধিকার করে। এছাড়া ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে। উক্ত তিনটি স্কুল জেলা পর্যায়ে অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় াংশ গ্রহণ করবেন বলে ঝিকরগাছা উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ জানিয়েছেন। প্রতিযোগিতা চলাকালিন এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন খানসহ অংশ গ্রহনকারী সকল বিদ্যালয়ের প্রধানগণ।