আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে ‘জোরপূর্বক’ অপসারণ

0

লোকসমাজ ডেস্ক॥ আচমকাই চাকরি হারালেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। নিত্যদিনের মতো সোমবারও বোর্ডে নিজের দায়িত্ব পালন গিয়েছিলেন তিনি। কিন্তু অফিসে গিয়ে শুনলেন তিনি আর এ পদে নেই! মঙ্গলবার হামিদ শিনওয়ারি নিজেই জানিয়েছেন এ কথা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে হামিদ বলেছেন, ‘গতকাল (সোমবার) আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’ ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, সোমবার এক দল লোক এসিবি কার্যালয়ে প্রবেশ করে জানান, বোর্ডের প্রধান নির্বাহী বদলাতে হবে। পরে তাদেরই সিদ্ধান্তে নাসিবউল্লাহ খানকে প্রধান নির্বাহী করা হয়েছে। এই জোরপূর্বক অপসারণের পেছনে ছিলো বর্তমান আফগান সরকারের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা। গত মাসে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকে হামিদ শিনওয়ারি ছিলেন আফগান ক্রিকেটের মুখপাত্র। এবার তাকে সরিয়ে দেয়া হলো নতুন প্রধান নির্বাহী। হামিদ শিনওয়ারিকে সরিয়ে দেয়া হলেও, আজিজুল্লাহ ফাজলিই এসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন ।