সুন্দরবনে আটক আট জেলে আড়াই লাখ টাকা জরিমানায় মুক্ত

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের মান্দার বাড়িয়া নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সময় আট জেলেকে আটক করে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গত সোমবার রাত ৮ টায় দিকে জেলেদের আটক করা হয়। গত মঙ্গলবার আটক জেলেদের বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসলে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান আটক আট জেলেকে বন আইনে (সিওআর) আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ সময় সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় প্রবেশ না করার জন্য সকল জেলেদের পরামর্শ দেওয়া হয়।