তালায় ১১টি ইউপি নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে তালা উপজেলার ১১টি ইউনিয়ন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। চায়ের দোকানসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর নানা জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চলছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা।
প্রার্থীরা গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ ছাড়াও এলাকার রাস্তাঘাট, ড্রেনসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তালায় ১১টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৪৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থী লড়ছেন। তালা সদর, খলিলনগর, তেঁতুলিয়া ইউনিয়নে এবারই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ভোটাররা। ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন। এর মধ্যে ধানদিয়া ইউনিয়নে ১৭ হাজার ২৩৭ জন, নগরঘাটায় ১৫ হাজার ২৫৩ জন, সরুলিয়ায় ৩০ হাজার ৫৫ জন, তেঁতুলিয়ায় ২০ হাজার ৭৫৩ জন, তালা সদরে ২৬ হাজার ৫৮৩ জন, ইসলামকাটীতে ১৬ হাজার ৭৩৯ জন, মাগুরায় ১৭ হাজার ৩৫৫ জন, খলিষখালিতে ২১ হাজার ৯৫ জন, খেশরায় ২২ হাজার ৬২ জন, জালালপুরে ১৯ হাজার ২২১ জন ও খলিলনগরে ২৪ হাজার ৪৭১ জন ভোটার রয়েছেন। সাধারণ ভোটাররা জানান, বিগত দিনে যাদের দিয়ে এলাকার উন্নয়ন হয়েছে সুখে-দুখে যাদেরকে পাশে পাওয়া যায় আগামীতে যাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো। খলিলনগর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, খলিলনগরে তেমন কোন উন্নয়ন হয়নি। ইউনিয়নবাসী যে উন্নয়নের স্বপ্ন দেখেছেন তা পূরণ করতে পারেননি বর্তমান চেয়ারম্যান। তাই এবার নৌকায় ভোট দিয়ে জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। জালালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন। তিনি বলেন, দুই বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। জনগণ আবারো আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আশা করছি। ভোটারদের তিনি আনারস প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। তালা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, তার ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে পুনরায় বিজয়ী করার আহবান জানান। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ আনুষঙ্গিক সব করা হবে। কোন প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।