চৌগাছায় আলমসাধু উল্টে হতাহত ২

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবু হোসেন (২৫) নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে ইকবাল হোসেন (৩২) অপর এক শ্রমিক। গতকাল মঙ্গলবার বিকেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত বাবু খুলনার পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের তীর হোসেনের জামাই। তিনি কয়ারপাড়া বাজারের চাতালের পাশেই শ্বশুরবাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। আহত ইকবাল হোসেন উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত ইকবাল হোসেনের স্ত্রী সাথী খাতুন জানান, মঙ্গলবার বিকেল বাবু হোসেন ও ইকবাল হোসেন কয়ারপাড়া মোড়ে অবস্থিত মের্সাস আবু বকর রাইচ মিল ও চাতাল থেকে আলমসাধুতে করে চাল নিয়ে চৌগাছা-যশোর সড়কের নিমতলা বাজারের জেবিসকো রাইস বাছাই মিলে রেখে ফিরছিল। তারা চৌগাছা-যশোর সড়কের টালিখোলা নামক এলাকায় পৌঁছালে তাদের আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের ধাক্কা লাগে। এতে তারা দুই জন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। যশোরে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যায় বাবু হোসেনের মৃত্যু হয়। আহত ইকবাল হোসেন যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনজুম সানিয়া বলেন, আহতদের মধ্যে বাবু হোসেনের মাথা বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেড়া ছিল। শরীরের ভিতরে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।