সুন্দরবনে বাঘের থাবায় আহত হরিণ পালিয়ে এলো লোকালয়ে

0

বাগেরহাট সংবাদদাতা॥ সুন্দরবনে বাঘের আক্রমনে আহত একটি হরিণ পালিয়ে এসেছিলো লোকালয়ে। আহত সেই হরিণটিকে উদ্ধার করছে বন বিভাগ। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে বন সংলগ্ন মোংলা ঘাগড়ামারী এলাকা থেকে বন বিভাগের সদস্যরা হরিণটিকে উদ্ধার করে। পরে দুপুরে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়। সুন্দরবন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর জানান, এটি ছিলো পূর্ণ বয়স্ক মায়া হরিণ। আজ (সোমবার) সকালে মোংলার ঘাগড়ামারী এলাকার এক ব্যক্তির বাড়ির পাশ থেকে আহত অবস্থায় হরিণটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করছি ৫ থেকে ৬ দিন আগে হরিণটিকে বাঘে আক্রমন করেছিল। হরিণের গায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পরে দ্রুত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আমরা কিছু সময় হরিণটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের পাশের বনে অবমুক্ত করেছি।