ভয়েস কলের সুবিধা আসছে জিমেইলে

    0

    লোকসমাজ ডেস্ক॥ করোনাকালে ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে। বহুক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সেই কারণেই সবদিক বিবেচনা করে এবার বিশেষ ফিচার নিয়ে আসছে জিমেইল।
    নিশ্চয়ই ভাবছেন কী সেই বিশেষ ফিচার? জানা গেছে, এখন শুধু মেইল করার জন্য জিমেইল ব্যবহারের দিন শেষ। এবার জিমেইলের মাধ্যমেই করতে পারবেন ভয়েস ও ভিডিও কল। অর্থাৎ ভিডিও কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে।
    গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর অর্থাৎ মাস দুয়েকের মধ্যেই জিমেইলে যুক্ত হবে নতুন ভিডিও ও ভয়েস কল বাটন।জিমেইল অ্যাপের সাহায্যেই একে অপরের সঙ্গে সহজেই কথা বলতে পারবেন ব্যবহারকারীরা।
    নতুন এই ফিচারে কোনও ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলে, তার ফোন রিং হবে। যে কোনও স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে। নতুন এই ফিচার নিয়ে উচ্ছ্বসিত ব্যবহারকারী।