যশোরের বকচরে মবিল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার যশোর শহরের বকচর এলাকার ডায়মন্ড মবিল নামে একটি রিফাইনিং লুব্রিকেন্ট কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, ডায়মন্ড মবিল কারখানায় একটি ব্র্যান্ডের অনুমোদন থাকলেও সেখানে অবৈধভাবে আরেকটি ব্র্যান্ডের লুব্রিকেন্ট তৈরির প্রমাণ মিলেছে। এছাড়া লুব্রিকেন্টে ভেজাল দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উল্লিখিত অভিযান পরিচালনা করা হয়। তাদের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফট্যানেন্ট এম সারোয়ার হুসাইন অভিযানে অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় আসাদুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।