ঝিনাইদহে অননুমোদিত বীজ ব্যবহারকারী কৃষককে ক্ষতিপূরণ আদায় করে দিল ভোক্তা অধিকার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ অননুমোদিত বীজ বিক্রি করে কৃষকদের ক্ষতিসাধন করার অভিযোগে ঝিনাইদহ শহীদ বীজ ভান্ডারের মালিকের কাছ থেকে ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাত কৃষককে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়। কৃষক জোনাব আলী অভিযোগ করেন, তিনি ঝিনাইদহ শহরের শহীদ বীজ ভান্ডার থেকে ৬ বিঘা জমির জন্য সিলেট স্বর্ণ ধানের বীজ ক্রয় করেন। বীজতলা থেকে চারা জমিতে রোপণের পর পরই গাছে শীষ গজিয়ে যায়। তিনি ক্ষতিপূরণ বাবদ ৫৪ হাজার টাকা পেয়েছেন জানিয়ে বলেন, এ বিষয়ে তিনিসহ ৭ জন কৃষক ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।
ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে তিনি ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লিখিত মতামত চান। হরিণাকুন্ডু উপজেলা ও ঝিনাইদহ সদর কৃষি অফিসার যৌথভাবে তাদের মতামত প্রদান করেন যে, ওই বীজ কৃষি বিভাগের অনুমোদিত নয়। অসাদু উপায়ে বীজ বিক্রি করা হয়েছে। মতামতে আরও বলা হয়, এই বীজ থেকে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তবে বীজ বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ ঘটনার পর ভোক্তা অধিকার আইনি পদক্ষেপ গ্রহণ করে। সহকারী পরিচালক সুচন্দন মন্ডল আরও জানান, কৃষক জোনাব আলী, আজিজুর রহমান মন্ডল, আতিয়ার রহমান, নজির আলী খাঁ, সজল, আকাশ ও লিমন হোসেনকে ক্ষতিপূরণের এই অর্থ বুঝিয়ে দেওয়া হয়।