ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শর্ত প্রত্যাহার

0

বেনাপোল সংবাদদাতা॥ ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শর্ত প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে বলবৎ থাকছে ভারত ফেরত করোনা নেগেটিভ পাসপোর্ট যাত্রীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের বাধ্যতামূলক শর্ত। এখন ভারত ভ্রমণে যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রও লাগছে না। উভয় দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র শর্ত চালু থাকছে।
গতকাল বুধবার সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এখন থেকে ভারত ফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে শুধুমাত্র তারাই হোম কোয়ারেন্টিন করতে পারবে। তবে যেসব পাসপোর্ট যাত্রীদের করোনার উপসর্গ বা পজিটিভ তাদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রত্যাহার ও হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এ আদেশ কার্যকর হচ্ছে।