কালিগঞ্জে চেয়ারম্যানসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন লোকের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল গফফার, প্রভাষক নারায়ন চন্দ্র, জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিগঞ্জের চম্পাফুলে ৫ টি পারিবারের দীর্ঘ ২০ বছরের যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণ শুরু করেন একই এলাকার মৃত মনিরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের কাছে অভিযোগ দিলে তিনি জাহানারা খাতুনকে যাতায়াতের রাস্তা ছেড়ে দিয়ে ঘর নির্মাণের জন্য নির্দেশ দেন। জাহানারা ওই নির্দেশ তোয়াক্কা না করে কতিপয় লোকের উস্কানিতে জোরপূর্বক রাস্তা দখল করে ঘর নির্মাণ করেন। এ ঘটনায় ভূমিহীন পরিবারগুলো কোনো উপায় না পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ করেন। পানিউন্নয়ন বোর্ড তাকে ঘর না করার জন্য নোটিশ করেন। কিন্তু পানিউন্নয়ন বোর্ডকেও তোয়াক্কা না করে জাহানার ঘর নির্মানের কাজ চালিয়ে যেতে থাকলে এক পর্যায়ে গত ৩১ আগস্ট পানিউন্নয়ন বোর্ড ওই ঘর ভেঙে দেয়। এতে বর্তমান চেয়ারম্যান মোজামের কোনো সম্পৃক্ততা না থাকলেও তাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে। এ সময় কাদের সহযোগিতায় এলাকায় কোন কোন প্রভাবশালী কতটা জমি দখল করে রেখেছেন, কারা পানি দিয়ে প¬াবিত করে মানুষের বাড়ি-ঘর-ক্ষেত নষ্ট করছেন এ সব বিষয় উঠে আসে। বক্তারা এ সময় ভূমিহীনদের যাতায়াতের পথ বন্ধ করে ওয়াপদার সরকারি জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণে জড়িত জাহানারাসহ তার উস্কানি দাতাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্যে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।