কম্পিউটারকে শেখানো হবে ‘মানবিকতা’!

    0

    লোকসমাজ ডেস্ক॥ বুদ্ধিবৃত্তিক অনেক রকম কাজ করতে পারলেও কম্পিউটারের কোনো মানবিক গুণাবলি নেই। এ জন্য কম্পিউটারকে এবার মানবিক গুণ শেখাবেন একজন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন কম্পিউটারবিজ্ঞানী রানা এল কালিউবি।
    ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি করার সময় তিনি ‘অ্যাফেক্টিভা’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ এই বিজ্ঞানী জানান, তিনি কম্পিউটারকে মানুষের আবেগ-অনুভূতি বোঝাতে চান, শেখাতে চান। তিনি মনে করেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ‘সহানুভূতিসংকট’ তৈরি হয়েছে। এখন কম্পিউটারকে মানবিক করাই তাঁর প্রধান লক্ষ্য।
    সূত্র : দ্য ভার্জ।